গাজীপুরে একটি যাত্রীবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। রোববার দুপুর ২টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে, যার ফলে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে।
চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি গাজীপুর ও মৌচাকের মাঝামাঝি সালনা এলাকায় পৌঁছালে হঠাৎ চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে বলে জানান ট্রেনের টিটিই আব্দুল আলিম। তিনি আরও বলেন, শিকল টেনে দ্রুত ট্রেন থামানো হয়, ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান বলেন, সালনা এলাকায় ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে, তবে এতে কেউ আহত হননি।
পাকশী রেল বিভাগের পরিবহন কর্মকর্তা হাসিনা বেগম জানান, ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে রেললাইন সচল করতে ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে।