Thursday, April 17, 2025
spot_imgspot_img
Homeঅন্যান্য৪৭তম বিসিএস প্রিলিমিনারির নতুন তারিখ ৮ আগস্ট, পিছিয়েছে পূর্বঘোষিত সূচি

৪৭তম বিসিএস প্রিলিমিনারির নতুন তারিখ ৮ আগস্ট, পিছিয়েছে পূর্বঘোষিত সূচি

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ আগস্ট

রবিবার (১৩ এপ্রিল) পিএসসির জনসংযোগ দপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাহিদা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রথমে নির্ধারিত ছিল ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২৭ জুনে অনুষ্ঠিত হবে। তবে চাকরিপ্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনা করে নতুন তারিখ নির্ধারণ করেছে পিএসসি।

তবে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বঘোষিত সময় অনুযায়ী ৮ মে শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে প্রকাশিত ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাডার পদে ৩,৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। এ বিসিএসে অংশ নিতে আবেদন করেছেন প্রায় সাড়ে তিন লাখ চাকরিপ্রার্থী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments