পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানসের ব্যাটসম্যান যখন ছক্কা মারছেন কিংবা বোলার উইকেট নিচ্ছেন—সেই মুহূর্তগুলোতে শুধু মাঠ নয়, আলো ছড়াচ্ছে ফিলিস্তিনেও। কারণ, চলতি আসরে মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য ফিলিস্তিনের সহায়তা তহবিলে দেওয়া হচ্ছে এক লাখ পাকিস্তানি রুপি।
গতকাল অনুষ্ঠিত প্রথম ম্যাচেই দলটি ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে তহবিলে জমা করেছে ১৫ লাখ রুপি। মুলতান অন্তত আরও ৯টি ম্যাচ খেলবে বলে ধরে নেওয়া যাচ্ছে, ফলে এই উদ্যোগে আরও বড় অঙ্কের অনুদান জমা পড়বে।
মুলতান সুলতানসের মালিক আলি খান তারিন এক ভিডিও বার্তায় বলেন, “আমরা পিএসএলের মাধ্যমে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি ছক্কার জন্য এক লাখ রুপি দেওয়া হবে তাদের তহবিলে। বোলাররাও আগ্রহ দেখিয়েছে, তাই উইকেট পেলেও এক লাখ রুপি করে দেওয়া হবে। এই অর্থ মূলত গাজার শিশুদের সহায়তায় ব্যবহৃত হবে।”
এ উদ্যোগে খেলোয়াড়রাও সরাসরি অংশ নিচ্ছেন। করাচি কিংসের বিপক্ষে টসের সময় অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান জানান, শুধু ছক্কা নয়, প্রতিটি চারের জন্যও তহবিলে অনুদান দেওয়া হবে।
উল্লেখ্য, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল ফের গাজায় ব্যাপক হামলা শুরু করে। গাজা প্রশাসনের তথ্য অনুযায়ী, এরপর থেকে অন্তত ৫০০ শিশু নিহত হয়েছে। এই মানবিক সংকটে বিশ্বের নানা প্রান্ত থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি জানানো হচ্ছে।
করাচির বিপক্ষে মুলতানের প্রথম ম্যাচে ব্যাটসম্যানরা ৮টি ছক্কা ও ২৩টি চারের মাধ্যমে সংগ্রহ করেছেন বড় স্কোর—৩ উইকেটে ২৩৪ রান। সবচেয়ে বেশি অবদান রাখেন রিজওয়ান নিজেই, ৫টি ছক্কা ও ৯টি চারসহ ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তবে despite সেই ইনিংস, জয় আসেনি মুলতানের। করাচি ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়।
ম্যাচ শেষে মুলতান সুলতানস এক্স (সাবেক টুইটার) পেজ থেকে জানানো হয়, ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত শিশুদের সহায়তায় ইতোমধ্যে ১৫ লাখ রুপি অনুদান সংগ্রহ হয়েছে। আগামী ১৬ এপ্রিল তাদের পরবর্তী ম্যাচ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে।