মিয়ানমার কর্তৃপক্ষ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ২০ জন বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। দেশটির দাবি, তারা নৌপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে আটক হন।
রবিবার (১৩ এপ্রিল) ইয়াঙ্গুনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস সূত্রে জানা গেছে, মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ে বেশ কয়েকজন অপ্রাপ্তবয়স্ক কিশোর মালয়েশিয়ায় পাচার হওয়ার পথে ছিলেন। তবে যাত্রাপথে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। পরবর্তীতে দূতাবাস মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের মাধ্যমে দেশে ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন করে। দীর্ঘ কয়েক মাস আটক থাকার পর অবশেষে তাদের আজ দেশে ফিরিয়ে আনা হলো।
বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন প্রত্যাবাসনের সময় বন্দরে উপস্থিত ছিলেন এবং হস্তান্তর কার্যক্রমে অংশ নেন। তিনি বলেন, যারা অনিয়মতান্ত্রিকভাবে মিয়ানমারে প্রবেশ করেছে, তাদের সঠিকভাবে যাচাই করে ফেরত পাঠাতে দূতাবাস নিরবিচারে কাজ করে যাচ্ছে।
এসময় তিনি মিয়ানমারের বিভিন্ন স্ক্যাম সেন্টার থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার চলমান উদ্যোগের কথাও তুলে ধরেন।