স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তিনি নিজে কখনও বলেননি যে সরকারকে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে হবে; বরং এটি জনগণের অভিমত ছিল বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচনের সময়কাল নিয়ে যা বলার তা প্রধান উপদেষ্টা আগেই জানিয়েছেন। এ বিষয়ে আমার আলাদাভাবে কিছু বলার নেই।”
ডিবিপ্রধান বদল নিয়ে জিজ্ঞাসায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “পুলিশে পদায়ন স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই হয়। মডেল মেঘনা আলমকে আটকের ঘটনার সঙ্গে ডিবিপ্রধানের রদবদলের কোনো সম্পর্ক নেই। এটি রুটিন প্রক্রিয়ার অংশ।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শনের সময় তিনি বলেছিলেন, “সাধারণ মানুষ চায়, এই সরকার যেন আরও পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।” তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, এবং অনেকেই সেটিকে রাজনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করেন।
সেই প্রেক্ষিতেই আজকের বৈঠকে তিনি বিষয়টি পরিষ্কার করে বলেন, “এ বক্তব্য আমার ব্যক্তিগত মত নয়, আমি শুধু জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন করেছি।”