দীর্ঘ ১৫ বছর পর ফের বৈঠকে বসতে চলেছে বাংলাদেশ ও পাকিস্তান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) শীর্ষক বৈঠক। এতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। পাকিস্তানের পক্ষে নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ প্রতিনিধিদল নিয়ে বুধবার ঢাকায় পৌঁছাবেন। পরদিন বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এফওসি বৈঠক শেষে আমনা বালুচ সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে।
প্রসঙ্গত, চলতি এপ্রিল মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে। ২০১২ সালের পর এই সফরটি হতে যাচ্ছে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর, যদিও এখনো তার সফরের নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশ ও পাকিস্তানের সর্বশেষ এফওসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে। দীর্ঘ দেড় দশকের বিরতি কাটিয়ে এবার আবারও দুই দেশ কূটনৈতিক আলোচনার টেবিলে ফিরছে, যা ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।