Wednesday, April 16, 2025
spot_imgspot_img
Homeজাতীয়“বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি”—আদালতে শাজাহান খান

“বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি”—আদালতে শাজাহান খান

সাবেক নৌপরিবহনমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, “বাইরের তুলনায় ভেতরে থাকাই ভালো।” বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে রিমান্ড ও জামিন শুনানিতে হাজির করা হয় তাকেও।

শুনানির সময় শাজাহান খান কাঠগড়ার সামনে দাঁড়িয়ে মনোযোগসহকারে শুনানি অনুসরণ করেন। এ সময় তাকে মাঝে মাঝে হাসতে ও অন্যান্য আসামিদের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যায়। আদালতের অনুমতি নিয়ে তিনি পানি পানও করেন। শুনানি শেষে যাত্রাবাড়ী থানার তিনটি মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়।

পরে, শাজাহান খানকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে, হাতে হাতকড়া লাগিয়ে হাজতখানায় নেওয়া হয়। তবুও তার মুখে হাসি দেখা যায়। সাংবাদিকদের কারাগারে কেমন নববর্ষ কেটেছে জানতে চাইলে তিনি রসিকতা করে বলেন, “আমাদের কথা আর কত শুনবা, তোমরাই কিছু বলো। নববর্ষ যে হইছে—এইটাই তো!” আদালতে প্রবেশের সময়ও তিনি বলে ওঠেন, “বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি।”

উল্লেখ্য, গত বছরের ৫ সেপ্টেম্বর রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার হন শাজাহান খান। তিনি মাদারীপুর-২ আসন থেকে টানা অষ্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments