যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে হলে তেহরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ ও বিলুপ্ত করতে হবে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
এক বিবৃতিতে উইটকফ জানান, যেকোনো চূড়ান্ত চুক্তি এমন হতে হবে যা মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের ভিত্তি গড়ে তুলবে। এ ধরনের কাঠামো নিশ্চিত করতে হলে ইরানকে তার পরমাণু সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়ন কর্মসূচি বন্ধ করতে হবে।
এই মন্তব্য উইটকফের আগের দিনের বক্তব্যের সঙ্গে আংশিক বিরোধিতা করে। পূর্ববর্তী বিবৃতিতে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র শুধুমাত্র নিম্ন মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নিতে পারে, যদি তা একান্তই জ্বালানি উৎপাদনের জন্য ব্যবহৃত হয়।
তিনি আরও বলেন, একটি শক্তিশালী, সুষ্ঠু এবং টেকসই চুক্তি স্বার্থসংশ্লিষ্ট সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে সেই লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও উইটকফের বক্তব্যের পক্ষে মত দেয়, তারা জানায় যে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করাই তাদের প্রধান লক্ষ্য। গত শনিবার ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে সরাসরি বৈঠক করেন উইটকফ। আগামী ১৯ এপ্রিল এই আলোচনার পরবর্তী দফা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, যদিও স্টিভ উইটকফ আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্যের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, তবে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে রাশিয়া ও ইরান সংক্রান্ত কূটনৈতিক আলোচনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও দিয়েছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের উদ্বেগের প্রেক্ষাপটে এই আলোচনার দিকে আন্তর্জাতিক অঙ্গন গভীরভাবে নজর রাখছে।