Saturday, April 19, 2025
spot_imgspot_img
Homeজাতীয়জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি, ২২ প্রস্তাবে আপত্তি

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি, ২২ প্রস্তাবে আপত্তি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে সংসদ ভবনের জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, সদস্য সৈয়দ ইফতেখারুজ্জামান, মনির হায়দার এবং নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার।

এদিকে, দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দলে ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ আরও দুইজন সদস্য।

এর আগে, গত ১৭ এপ্রিল বিএনপির প্রতিনিধি দল একই কমিশনের সঙ্গে বৈঠক করে। এনসিপি গত ২৩ মার্চ নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে লিখিত প্রতিক্রিয়া জমা দেয়। কমিশনের ১৬৬টি প্রস্তাবনার মধ্যে ২২টির সঙ্গে তারা একমত নয় বলে জানায়। দলটির মতে, যেসব প্রস্তাব সংবিধান সংশ্লিষ্ট নয়, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। আর সংবিধান সংশ্লিষ্ট সুপারিশ বাস্তবায়নে প্রয়োজন গণপরিষদ নির্বাচন।

উল্লেখযোগ্যভাবে, জাতীয় নাগরিক পার্টি গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এবং এরপর থেকেই দলটি রাজনীতির ময়দানে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments