চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় নালায় পড়ে নিখোঁজ হওয়া ছয় মাসের শিশু সেহলিজের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে চাক্তাই খালের শুঁটকি পট্টি অংশে লাশটি ভেসে ওঠে। এলাকাবাসীর চোখে পড়লে তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে।
এর আগে শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে চকবাজারের নবাব হোটেলের কাছে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যায়। অটোরিকশাটিতে শিশুটি ছাড়াও তার মা সালমা বেগম, চালক এবং আরও একজন যাত্রী ছিলেন।
সালমা বেগমসহ অন্য যাত্রীদের উদ্ধার করা সম্ভব হলেও শিশু সেহলিজ সেদিন থেকেই নিখোঁজ ছিল।
সালমা বেগম জানান, তারা কাপাসগোলা এলাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে অটোরিকশাটি ঘোরাতে গিয়ে খালের মধ্যে পড়ে যায়।
জানা যায়, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান থাকায় দুর্ঘটনাস্থলের নালার পাশের নিরাপত্তাবেষ্টনী খোলা ছিল।
স্থানীয়রা অভিযোগ করেছেন, নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের চন্দনপুরা ইউনিট, সিভিল ডিফেন্স ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন। দীর্ঘ সময় ধরে অভিযান চালানো হলেও শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
শুক্রবার রাত ৯টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার কার্যক্রমের নির্দেশনা দেন।
উল্লেখ্য, চট্টগ্রামে খোলা নালায় পড়ে মৃত্যুর ঘটনা নতুন নয়।
- ২০২১ সালের ২৫ আগস্ট মুরাদপুর মোড়ে নিখোঁজ হন সবজি বিক্রেতা সালেহ আহমেদ।
- একই বছরের ২৭ সেপ্টেম্বর আগ্রাবাদে পড়ে মারা যান বিশ্ববিদ্যালয় ছাত্রী সেহেরীন মাহবুব সাদিয়া।
- ২০২২ সালে ষোলশহর এলাকায় শিশু কামাল নিখোঁজ হন এবং তিন দিন পর তার লাশ উদ্ধার করা হয়।
- ২০২৩ সালের ২৮ আগস্ট আগ্রাবাদ রঙ্গীপাড়ায় দেড় বছরের শিশু ইয়াছিন আরাফাত মারা যায়।
- চলতি বছরের জুন মাসে গোসাইলডাঙ্গা এলাকায় সাত বছরের শিশু সাইদুল ইসলাম নালায় পড়ে মৃত্যুবরণ করে।