Saturday, April 19, 2025
spot_imgspot_img
Homeজাতীয়কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে রবিবার মহাসমাবেশ

কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে রবিবার মহাসমাবেশ

ছয় দফা দাবির পক্ষে শক্ত অবস্থান জানিয়ে আগামীকাল রবিবার সারাদেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে কারিগরি শিক্ষার্থীরা। শনিবার ‘রাইজ ইন রেড’ শীর্ষক মানববন্ধন কর্মসূচি শেষে এই ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী।

কুমিল্লায় অনুষ্ঠিত একটি কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে তার প্রতিবাদে শনিবার দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে বেলা সাড়ে ১১টার দিকে এই কর্মসূচি শুরু হয়।

এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখর করে তোলেন। তাদের কণ্ঠে ধ্বনিত হয়, ‘রক্তে আগুন লেগেছে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দেশ গড়ার হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’, ‘কুমিল্লায় হামলার জবাব চাই’ ইত্যাদি।

এর আগে শুক্রবার দুপুরে পলিটেকনিক শিক্ষার্থীরা মাথায় কাফনের কাপড় বেঁধে এক গণমিছিল বের করেন। মিছিল শেষে এক ব্রিফিংয়ে জোবায়ের পাটোয়ারী বলেন, “আমাদের ছয় দফা দাবি দ্রুত মেনে নেওয়া হোক। কুমিল্লার ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা এবং দোষীদের বিচার নিশ্চিত করা হোক। আলোচনায় বসার জন্য আমরা প্রস্তুত, কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

একই দাবিতে শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, “এই সরকার জনগণের সরকার, শিক্ষার্থীদের সরকার। আমরা চাই কারিগরি শিক্ষায় থাকা বৈষম্য দূর করে সরকার আমাদের পাশে দাঁড়াক।”

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার রাতে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পরও দাবিতে আশানুরূপ অগ্রগতি না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments