Monday, April 21, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরপ্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে ব্যর্থ হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাক হোসেনের

প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে ব্যর্থ হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাক হোসেনের

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে প্রকৃত দোষীদের গ্রেপ্তার না করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ও নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (২১ এপ্রিল) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ইশরাক লেখেন, পারভেজ হত্যাকাণ্ডে যারা প্রকৃত অপরাধী, তাদের প্রত্যেককে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। যারা ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে, তাদের পাশাপাশি যারা এখনো ধরাছোঁয়ার বাইরে আছে, তাদেরকেও দ্রুত গ্রেপ্তার করতে হবে।

তিনি আরও বলেন, “যদি জানা যায় যে কোথাও থেকে বা কারো পক্ষ থেকে প্রশাসনকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাহলে ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট থানায় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।”

এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি নেতা জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে একদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (২০ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হওয়া পারভেজ ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সক্রিয় কর্মী এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২১ এপ্রিল) ছাত্রনেতা পারভেজের হত্যার প্রতিবাদে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে।

এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তারা ছাত্রদলের সকল ইউনিটকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালনের আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments