ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) ভোরে বনানী থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
এই তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন—খুলনার মো. মাহবুবুর রহমানের ছেলে আল কামাল শেখ ওরফে কামাল (১৯), ময়মনসিংহের মো. লাল মিয়ার ছেলে আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং জামালপুরের সুলাইমান শেখের ছেলে আল আমিন সানি (১৯)।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সময় এই তিনজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার মতো তথ্য-প্রমাণ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজেও তাদের উপস্থিতি নিশ্চিত হয়েছে।
গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে মহাখালী ও ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, এই তিনজন মামলার মূল অভিযুক্তদের একজন এবং তারা পলাতক অন্যান্য অপরাধীদের নাম ও অবস্থান সম্পর্কে অবগত।
এর আগে রোববার (২০ এপ্রিল) সকালে নিহত পারভেজের ভাই হুমায়ুন কবির বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও এলএলবি বিভাগের শিক্ষার্থী মাহাথি, মেহেরাব এবং আবুজর গিফারীসহ মোট আটজনের নাম উল্লেখ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ঘটে গত শনিবার (১৯ এপ্রিল) বিকেলে, ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীর সঙ্গে হাস্য-তামাশা নিয়ে বিতণ্ডার জেরে। এরপর তা প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে পারভেজের কথাকাটাকাটিতে রূপ নেয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করা হলেও ক্যাম্পাস ছাড়ার পরপরই পারভেজকে ৩০-৪০ জন যুবক ঘিরে ধরে হামলা চালায়। ধারাল অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হন তিনি।
পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনার তদন্তে পুলিশ কাজ করে যাচ্ছে এবং পলাতক অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।