রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, যদি এ দুটি দেশ চুক্তিতে পৌঁছায়, তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে “বৃহৎ বাণিজ্যিক সম্পর্ক” গড়ে তুলতে সক্ষম হবে।
ট্রাম্প বলেন, ইউক্রেন সংকট নিরসনে একটি শান্তিচুক্তি খুব শিগগিরই—সম্ভবত আগামী সপ্তাহের মধ্যেই—হতে পারে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প লেখেন, “আশা করি, রাশিয়া ও ইউক্রেন চলতি সপ্তাহেই একটি সমঝোতায় পৌঁছাবে। এরপর তারা উভয়েই আমেরিকার সঙ্গে বড় আকারে বাণিজ্য করতে পারবে।”
অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ১৯ এপ্রিল রাশিয়ার চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে বৈঠকে ঘোষণা দেন, ইস্টার উপলক্ষে ২১ এপ্রিল মধ্যরাত (মস্কো সময়) পর্যন্ত একটি সাময়িক অস্ত্রবিরতি বজায় থাকবে। পুতিন ইউক্রেনকেও এই অস্ত্রবিরতিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ঘোষণাটি কার্যকর হয় ১৯ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে। তবে এই সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এর মানে, ইস্টারের জন্য ঘোষিত এই অস্ত্রবিরতির মেয়াদ ২১ এপ্রিল রাতেই শেষ হচ্ছে।