রাজধানীর ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও উত্তেজনাপূর্ণ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি এলাকায় হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যা দ্রুত ইট-পাটকেল ছোড়াছুঁড়ির রূপ নেয়।
ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর ভাষ্যমতে, আগের দিন ধানমন্ডিতে তাদের এক সহপাঠীকে কিছু অজ্ঞাত যুবক মারধর করে। ওই হামলাকারীদের একজন নাকি সিটি কলেজের ছাত্র ছিলেন বলে দাবি করেন তারা। তারা আরও জানান, পূর্ব থেকে চলমান শত্রুতার ধারাবাহিকতায় সিটি কলেজের একটি গ্রুপ পরিকল্পিতভাবে এই হামলায় জড়িত। আহত শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনার প্রতিক্রিয়ায় মঙ্গলবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘবদ্ধভাবে সিটি কলেজের সামনে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তখন সিটি কলেজের শিক্ষকরা পরিস্থিতি শান্ত রাখতে চেষ্টা করলেও উত্তেজিত শিক্ষার্থীরা কলেজের গেটে ইট-পাটকেল ছুড়ে মারেন। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর মাত্র এক সপ্তাহ আগেই (১৫ এপ্রিল) রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সময় সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টকে কেন্দ্র করেই উত্তেজনা সৃষ্টি হয় বলে জানা গেছে। বচসা থেকে শুরু হয়ে তা হাতাহাতি এবং পরে সংঘর্ষে রূপ নেয়। ওই সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হন।
উত্তেজনা প্রশমনে তৎকালীন সময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগ এবং নিউমার্কেট থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
বিশ্লেষকদের মতে, এ ধরনের ধারাবাহিক সংঘর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। অবিলম্বে দুই কলেজের প্রশাসনকে সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।