Thursday, April 24, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলামিরাজের কণ্ঠে আশাবাদ— ৩৫০-৪০০ রানের লক্ষ্য দিলে চাপে পড়বে জিম্বাবুয়ে

মিরাজের কণ্ঠে আশাবাদ— ৩৫০-৪০০ রানের লক্ষ্য দিলে চাপে পড়বে জিম্বাবুয়ে

সিলেট টেস্টের প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বড় চাপের মুখে পড়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে যাওয়ার পর কোনো উইকেট না হারিয়ে জিম্বাবুয়ে তুলেছিল ৬৭ রান। তবে দ্বিতীয় দিনে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা, যদিও প্রথম ইনিংসে ৮২ রানের লিড নিয়েছে সফরকারীরা।

বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এবং দিন শেষে সংগ্রহ করেছে ১ উইকেটে ৫৭ রান। এখনো ২৫ রানে পিছিয়ে রয়েছে টাইগাররা।

এই অবস্থায় দলের লক্ষ্য কী হতে পারে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ জানান, আপাতত মূল মনোযোগ লিড নেওয়ার দিকে। তবে তিনি মনে করেন, এই উইকেটে যদি বাংলাদেশ ৩৫০-৪০০ রানের টার্গেট ছুঁড়তে পারে, তবে সেটা জিম্বাবুয়ের জন্য যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াবে।

মিরাজ বলেন, “এই উইকেটে ভালো ব্যাটিং করতে পারলে ৩৫০-৪০০ রানের লক্ষ্য দেওয়া সম্ভব। টেস্টে ৩০০-৩৫০ রান তাড়া করা সবসময় চ্যালেঞ্জিং হয়। কারণ সময়ের সঙ্গে সঙ্গে উইকেট কঠিন হয়ে উঠবে। সেই ভাবনাই আমাদের ব্যাটিংয়ে প্রাধান্য পাবে।”

প্রথম ইনিংসে বল হাতে মিরাজ ছিলেন দুর্দান্ত—নিয়েছেন পাঁচটি উইকেট। তবে তার এমন পারফরম্যান্সও সফরকারীদের লিড নিতে বাধা হয়ে দাঁড়ায়নি। দিন শেষে মিরাজ বলেন, “গতকাল ওরা ভালো পজিশনে ছিল, আজ আমরা পরিকল্পনা অনুযায়ী শুরু থেকে ভালো বোলিং করেছি। যদিও শেষে কিছু বাড়তি রান দিয়ে ফেলেছি, তবে তা কাটিয়ে ওঠা সম্ভব।”

ব্যাটিং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চায় দল—এমন আত্মবিশ্বাস ঝরল মিরাজের কণ্ঠে। তিনি বলেন, “চাপ আমাদের ওপর ততটা প্রভাব ফেলবে না, যদি আমরা দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারি। ভালো সংগ্রহ দাঁড় করাতে পারলে সেটা রক্ষা করা সম্ভব। টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এখানেই—খেলা হঠাৎ করে ঘুরে যেতে পারে। শেষ পর্যন্ত যেই দল ধারাবাহিকভাবে ভালো খেলবে, জয় তাদেরই হবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments