Wednesday, April 23, 2025
spot_imgspot_img
Homeজাতীয়সংবিধান সংস্কার নিয়ে দ্বিতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

সংবিধান সংস্কার নিয়ে দ্বিতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

একদিন বিরতির পর আবারও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। এর আগে ২০ এপ্রিল দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিয়েছিল দলটির প্রতিনিধি দল, যেখানে আলোচনা চলেছিল দুপুরের বিরতিসহ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

তবে ওই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে “এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না”—এই প্রস্তাবসহ কয়েকটি বিষয়ে একমত হতে না পারায়, আলোচনা অসম্পূর্ণ থেকেই যায়। সেই বিষয়গুলো নিয়েই আজকের বৈঠকে পুনরায় আলোচনা হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও রয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আবু মো. মনিরুজ্জামান খান।

অন্যদিকে, কমিশনের পক্ষ থেকে বৈঠকে সভাপতিত্ব করছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ। উপস্থিত আছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

প্রথমবার বিএনপি ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিল ১০ এপ্রিল। পরে, পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশ জমা দেওয়ার প্রেক্ষিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয় গত ১৫ ফেব্রুয়ারি, বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে।

পরবর্তী পর্যায়ে ২০ মার্চ থেকে সংসদ ভবনের এলডি হলে আলী রীয়াজের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় চালিয়ে যাচ্ছে কমিশন। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন—এই পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশ ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়, যাদের মধ্যে ৩৪টি দল ইতোমধ্যে নিজেদের মতামত দিয়েছে বলে জানিয়েছে কমিশন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments