রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে বিশ্বজুড়ে থেকে রাষ্ট্রনেতারা প্রস্তুতি নিচ্ছেন। আগামী শনিবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে আয়োজিত এই রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে বিপুল জনসমাগমের আশা করা হচ্ছে।
এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের উপস্থিত থাকার কথা রয়েছে। ট্রাম্প এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানিয়েছেন, “আমরা এই অনুষ্ঠানটিতে অংশ নিতে অত্যন্ত উদগ্রীবভাবে অপেক্ষা করছি।”
বিশ্বনেতারা একে একে রোমে পৌঁছাচ্ছেন পোপের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি আর্জেন্টিনা ও ব্রাজিলের রাষ্ট্রপতিরাও উপস্থিত থাকবেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লেইন এবং পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তাও উপস্থিত থাকবেন বলে নিশ্চিত হওয়া গেছে।
এছাড়া যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইউক্রেন, বেলজিয়াম, পোল্যান্ড এবং হাঙ্গেরিসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারাও এই ঐতিহাসিক অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন। সারা বিশ্বের রাজনীতি, ধর্ম এবং কূটনীতির অঙ্গনে পোপ ফ্রান্সিসের অবদান স্মরণ করেই বিশ্ব সম্প্রদায় তাকে চিরবিদায় জানাতে একত্রিত হচ্ছে।