Thursday, April 24, 2025
spot_imgspot_img
Homeজাতীয়ওএমজি কমিউনিকেশনের ২৪ কোটি টাকার ভ্যাট ফাঁকি, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ওএমজি কমিউনিকেশনের ২৪ কোটি টাকার ভ্যাট ফাঁকি, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

দেশের আলোচিত সুরকার ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ওয়ান মোর জিরো (ওএমজি) কমিউনিকেশন’ বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকির অভিযোগের মুখে পড়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে প্রকৃত আয় গোপন করে সরকারের প্রায় ২৪ কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে।

ওএমজি কমিউনিকেশনের আওতায়ই গড়ে তোলা হয়েছিল দেশের একমাত্র ২৪ ঘণ্টার সংগীতনির্ভর টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’।

ভ্যাট গোয়েন্দা সংস্থা সূত্র জানায়, প্রতিষ্ঠানটির ২০১৭ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত আর্থিক কার্যক্রম নিরীক্ষার সময় ৪ কোটি ৮ লাখ টাকারও বেশি ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়া যায়। ভ্যাট আইনে নির্ধারিত সুদসহ এই অঙ্ক দাঁড়ায় প্রায় ১০ কোটি টাকা।

এছাড়া উৎসে ভ্যাট এবং স্থাপনা ভাড়ার বিপরীতেও প্রতিষ্ঠানটি বড় অঙ্কের ভ্যাট পরিশোধ না করায় মোট ফাঁকির পরিমাণ গিয়ে দাঁড়ায় ২৪ কোটি ৩ লাখ ৯৪ হাজার ৪১৬ টাকায়।

ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “নিয়মিত নিরীক্ষার অংশ হিসেবে ওএমজি কমিউনিকেশনের কার্যক্রম খতিয়ে দেখা হয়। এতে বড় অঙ্কের ভ্যাট ফাঁকির সত্যতা মিলেছে। রাজস্ব আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কমিশনারেটকে ইতোমধ্যে জানানো হয়েছে।”

কমিশনারেটের পক্ষ থেকেও প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে বলে জানান ঢাকা উত্তর ভ্যাট কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস বর্তমানে কারাবন্দি থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি। তবে ওএমজি কমিউনিকেশনের চেয়ারম্যান ও তাপসের স্ত্রী ফারজানা মুন্নী বলেন, “আমরা সবসময় আইন অনুযায়ী ভ্যাট-ট্যাক্স পরিশোধ করে আসছি। প্রতিবেদকের কাছ থেকেই এই অভিযোগ প্রথম শুনছি।”

সরকারি কোষাগারে ভ্যাট জমা না দেওয়া পর্যন্ত সুদের হিসাব চলমান থাকবে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে এনবিআর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments