Tuesday, April 29, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকগাজায় ফের ইসরায়েলি হামলা, ৭১ ফিলিস্তিনির মৃত্যু — নিহতের সংখ্যা ছাড়াল ৫২...

গাজায় ফের ইসরায়েলি হামলা, ৭১ ফিলিস্তিনির মৃত্যু — নিহতের সংখ্যা ছাড়াল ৫২ হাজার

ফিলিস্তিনের গাজা অঞ্চলে ইসরায়েলের টানা বিমান হামলায় নতুন করে আরও ৭১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এসব হতাহতের ঘটনা ঘটে।

মন্ত্রণালয়ের তথ্য মতে, এই নতুন হতাহতের ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২,৩১৪ জনে।

সেইসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন আরও ১৫৩ জন। এ নিয়ে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা ১,১৭,৭৯২ জনে পৌঁছেছে। তবে অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন, যাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না। চারদিকে ঘিরে রাখা ইসরায়েলি বাহিনীর কারণে উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমনকি স্বেচ্ছাসেবকরাও হামলার ঝুঁকির মধ্যে কাজ করছেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় নতুন করে বড় পরিসরে হামলা শুরু করার পর এখন পর্যন্ত আরও ২,২২২ জন নিহত হয়েছেন এবং ৫,৭০০ জনের বেশি আহত হয়েছেন।

এদিকে, চলমান সংঘাতের মধ্যে শনিবার (২৬ এপ্রিল) বার্তা সংস্থা এএফপিকে দেওয়া তথ্য অনুযায়ী, ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস পাঁচ বছরের যুদ্ধবিরতির শর্তে সব বন্দিমুক্তিতে সম্মত হয়েছে।

হামাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘আমরা এখন এক ধাপে সব জিম্মি মুক্তির বিনিময়ে পাঁচ বছরের যুদ্ধবিরতির জন্য প্রস্তুত।’

এই প্রস্তাবের আলোকে কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাস প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে ইসরায়েল ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, যেখানে ১০ জীবিত জিম্মির মুক্তি দাবি করা হয়েছিল। কিন্তু হামাস তা প্রত্যাখ্যান করে পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments