চলমান আন্দোলনের ধারাবাহিকতায় দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে ‘কারিগরি ছাত্র আন্দোলন’ নামে শিক্ষার্থীদের সংগঠন।
সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবি বাস্তবায়নে কোনো সুস্পষ্ট রূপরেখা না থাকায় মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে এ কর্মসূচি শুরু হবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দাবি বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর অগ্রগতি না আসা পর্যন্ত প্রতিটি পলিটেকনিক প্রতিষ্ঠান এই কর্মসূচিতে অংশ নেবে।
উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরেই ছয় দফা দাবির পক্ষে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে পলিটেকনিক শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে ১৬ এপ্রিল সকাল থেকে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। একইসঙ্গে দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনে সংহতি জানায়।
তবে এর আগে ১৫ এপ্রিল রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছিল আন্দোলনরত শিক্ষার্থীরা। তখনই তারা হুঁশিয়ার করে বলেছিল, দাবি বাস্তবায়নে গড়িমসি হলে তারা আবারও কঠোর কর্মসূচিতে ফিরে যাবেন — এবং সেটাই এখন বাস্তবায়িত হচ্ছে।