চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে সকালে বাংলাদেশ নিজেদের আধিপত্য আরও দৃঢ় করে তোলে। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২২৭ রানের জবাবে বাংলাদেশের দুই ওপেনার উইকেট না হারিয়েই দলকে ১০৫ রানে পৌঁছে দেন প্রথম সেশন শেষে। শাদমান ইসলাম ৬৬* এবং দীর্ঘদিন পর দলে ফেরা এনামুল হক বিজয় ৩৮* রানে অপরাজিত রয়েছেন।
দিনের শুরুতেই বাংলাদেশের স্পষ্ট লক্ষ্য ছিল দ্রুত উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ইনিংস গুটিয়ে দেওয়া। আর সেটা বাস্তবে রূপ দেন তাইজুল ইসলাম। দিনের প্রথম ওভারেই ব্লেসিং মুজারাবানিকে আউট করে জিম্বাবুয়ের ইনিংস শেষ করেন তিনি। এ ইনিংসে তাইজুলের নামের পাশে জমা পড়ে ৬টি উইকেট।
ব্যাট হাতে দুই ওপেনার শুরু থেকেই ছিলেন আত্মবিশ্বাসী ও আগ্রাসী। শাদমান খেলেছেন নিয়ন্ত্রিত এবং আক্রমণাত্মক স্টাইলে, ৯১ বলে করেছেন ১০টি চারে সাজানো ৬৬ রান। অন্যদিকে, এনামুল হক বিজয়ও দিয়েছেন দুর্দান্ত সঙ্গ, ৬৫ বলে ৪টি চারে গড়া ৩৮ রান তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর।
মাত্র ২৫.১ ওভারে এই জুটি ছুঁয়ে ফেলে ১০০ রানের উদ্বোধনী মাইলফলক — যা প্রায় দুই বছর পর বাংলাদেশের টেস্ট দলে দেখা গেল প্রথম শতরান জুটি।
প্রথম সেশনে জিম্বাবুয়ের বোলাররা ছিলেন একেবারে নিষ্প্রভ। রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি কিংবা ওয়েলিংটন মাসাকাদজা — কেউই কোনো প্রভাব বিস্তার করতে পারেননি। বলের লাইন ও লেংথ পড়েই সাবলীলভাবে খেলেছেন টাইগার ব্যাটাররা, প্রতিপক্ষকে কোনো ভুলের সুযোগ দেননি।