Tuesday, April 29, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরমেরাদিয়ায় পশুর হাট স্থগিত, হাইকোর্টের নিষেধাজ্ঞা

মেরাদিয়ায় পশুর হাট স্থগিত, হাইকোর্টের নিষেধাজ্ঞা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় এবছর পশুর হাট বসানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৯ এপ্রিল), বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদেশে বলা হয়, পরিবেশের সুরক্ষা, স্থানীয় বাসিন্দাদের স্বস্তি এবং জনদুর্ভোগের বিষয়গুলো বিবেচনায় নিয়ে মেরাদিয়ায় হাট বসানোর অনুমতি অযৌক্তিক। তাই চলতি বছর ঐ এলাকায় কোরবানির হাট বসানো যাবে না।

রিটের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম জানান, গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেরাদিয়ায় অস্থায়ী হাট বসাতে একটি ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার হাইকোর্টে রিট আবেদন করেন।

রিটের শুনানি শেষে আদালত বিজ্ঞপ্তির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন এবং সংশ্লিষ্টদের উদ্দেশে একটি রুল জারি করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments