Tuesday, April 29, 2025
spot_imgspot_img
Homeজাতীয়রাজারবাগে শুরু পুলিশ সপ্তাহ ২০২৫, উদ্বোধন করলেন ড. মুহাম্মদ ইউনূস

রাজারবাগে শুরু পুলিশ সপ্তাহ ২০২৫, উদ্বোধন করলেন ড. মুহাম্মদ ইউনূস

পুলিশ সপ্তাহ ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে তিন দিনের এই আয়োজনের সূচনা করেন তিনি।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানে চলতি বছরের পুলিশ সপ্তাহ শুরু হয়েছে। এবার মোট ৬২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়া হবে, যা প্রধান উপদেষ্টার হাত দিয়েই প্রদান করা হবে। দেশের সব পুলিশ ইউনিট ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত রয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এবার মোট চার দিনের অনুষ্ঠান থাকলেও অন্যান্য বছরের মতো বার্ষিক প্যারেড কিংবা রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক আয়োজন করা হয়নি। উদ্বোধনী দিনে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পুলিশ কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন থাকছে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিবদের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের আলোচনা, আর তৃতীয় দিন আইজিপির সভাপতিত্বে বাহিনীর সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শেষ হবে শুক্রবার, পুনাক সমাবেশ ও আনন্দ মেলার মধ্য দিয়ে।

উল্লেখ্য, সাধারণত বছরের শুরুতে সাত দিনব্যাপী জাঁকজমকপূর্ণভাবে এই পুলিশ সপ্তাহ উদযাপন করা হয়ে থাকে। তবে ২০২৪ সালের জুলাই-আগস্টে সরকারবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর পুলিশের বেপরোয়া গুলিবর্ষণ এবং সেই সূত্রে শেখ হাসিনা সরকারের পতনের ঘটনার প্রেক্ষিতে পুলিশের ওপর ব্যাপক সমালোচনা ও প্রতিরোধের সৃষ্টি হয়। আন্দোলনের সময় থানাসমূহ ও পুলিশের স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটে, এবং কয়েকটি থানায় পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনাগুলো পুলিশের মনোবলে বড় ধরনের ধাক্কা দেয়। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাহিনীর মনোবল পুনরুদ্ধারে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments