গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (৪ মে) রাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) রবিউল হাসান।
আটককৃতরা হলেন গাজীপুর মহানগর যুবলীগের ১৩ নম্বর ওয়ার্ডের নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহসেদ দিপু।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়িতে মোটরসাইকেলে আসা ৮-১০ জন দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায়। এসময় গাড়ির জানালার কাঁচ ভেঙে যায়।
গাড়িচালকের বর্ণনায়, হামলাকারীরা পেছন থেকে এসে গাড়িতে ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর চালায়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে এবং রাতেই অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।
ডিসি রবিউল হাসান জানান, ঘটনায় জড়িত বাকি ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।