নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশকে বিতর্কিত ও সংবিধানবিরোধী উল্লেখ করে, তা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রবিবার (৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এই রিট আবেদন দাখিল করেন। তিনি বলেন, “উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট, ২০২৫”-এর অধ্যায় ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ তে উল্লিখিত সুপারিশসমূহ ইসলামী শরীয়ত, দেশের সংবিধান এবং ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় রিটটি করা হয়েছে।
এই ৩১৮ পৃষ্ঠার রিপোর্টটি সম্প্রতি বিভিন্ন মাধ্যমে আলোচিত হয়েছে এবং তা জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। রিট আবেদনকারীর দাবি, কমিশনের কিছু সুপারিশ দেশের ধর্মপ্রাণ জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি অসম্মানজনক এবং সাংবিধানিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
রিটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় এবং উইমেন রিফর্ম কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহেই রিটের শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।