Sunday, May 4, 2025
spot_imgspot_img
Homeজাতীয়বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে রুশ রাষ্ট্রদূত ও চীনা প্রতিনিধি দল

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে রুশ রাষ্ট্রদূত ও চীনা প্রতিনিধি দল

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন রোববার (৪ মে) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের পররাষ্ট্র উপদেষ্টা কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও একই কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

এর আগে ২৬ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় ঢাকায় সফররত চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৭টা ২০ মিনিট পর্যন্ত চলে এই বৈঠক।

সেখানে বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি সাত সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এবং চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments