Sunday, May 4, 2025
spot_imgspot_img
Homeজাতীয়ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তারেক রহমানের শোক: একটি অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তারেক রহমানের শোক: একটি অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৪ মে) বিকেল ৪টায় রাজধানীর ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তারেক রহমান বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার মৃত্যু এক গভীর শূন্যতা তৈরি করেছে। তিনি ছিলেন একজন প্রাজ্ঞ, দায়িত্বশীল এবং সম্মানিত আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব। আইনের অঙ্গনে তাঁর অবদান ছিল অসাধারণ। জনস্বার্থে তার সিদ্ধান্ত ছিল দূরদর্শী ও কার্যকর।”

তিনি আরও বলেন, “ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ছিলেন এক সজ্জন ব্যক্তি। আমি তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

উল্লেখ্য, যুক্তরাজ্যে ১১ বছর অবস্থানের পর গত বছরের ২৬ ডিসেম্বর তিনি দেশে ফেরেন এবং সুপ্রিম কোর্টে আইন পেশায় পুনরায় যুক্ত হন। জানুয়ারিতে তাঁকে সংবর্ধনা দেয় জুনিয়র আইনজীবীরা।

ব্যারিস্টার রাজ্জাক ২০১৩ সালে দেশ ত্যাগ করেন এবং যুক্তরাজ্যে অবস্থানকালে জামায়াত থেকে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। পরবর্তীতে তিনি ‘আমার বাংলাদেশ (এবি) পার্টির’ প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন, যদিও ক্ষমতার পালাবদলের পর ২০২৩ সালের ১৭ আগস্ট সেই পদ থেকেও পদত্যাগ করেন।

তিনি ১৯৪৪ সালে সিলেটের বিয়ানীবাজারে জন্মগ্রহণ করেন। যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জনের পর দেশে ফিরে ১৯৮৬ সালে আইন পেশায় যুক্ত হন এবং ২০০২ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হিসেবে স্বীকৃতি পান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments