Thursday, May 8, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিককাতার বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেলেন বাংলাদেশি শিক্ষার্থী...

কাতার বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেলেন বাংলাদেশি শিক্ষার্থী মুহাম্মদ আবু তালেব।

কাতার বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে (স্নাতকোত্তর) প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী মুহাম্মদ আবু তালেব। গতকাল বুধবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা তুলে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এর আগে ২০২১ সালে স্নাতকে প্রথম স্থান অধিকার করে বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সমাবর্তনে স্বর্ণপদক পেয়েছিলেন মুহাম্মদ আবু তালেব।

জানা যায়, এ বছর বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তনে কাতারের আমির সব বিভাগের ১৫৩ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছেন। এদিকে ৬৭০ গ্রাজুয়েটের মধ্যে শিক্ষা সনদ তুলে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. উমর বিন মোহাম্মদ আল-আনসারি। এ সময় উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল-থানি এবং শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল ঘানিমসহ মন্ত্রী, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, অভিভাবক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মুহাম্মদ আবু তালেবের বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারীর উত্তর মাদার্শা গ্রামে। তিনি চট্টগ্রাম নগরীর জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়ায় পড়াশোনা করেন। সেখানে তিনি পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে কুল্লিয়া প্রথম বর্ষ (মিশকাত) পর্যন্ত দীর্ঘ ১০ বছর অধ্যয়ন করেন।

২০১১ সালে কাতারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক স্তরে শিক্ষাবৃত্তি নিয়ে তিনি উচ্চশিক্ষা অর্জনে কাতার যান। ২০১৪ সালে উচ্চ মাধ্যমিক স্তরে প্রথম স্থান অধিকার করেন তিনি। ২০১৯ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ ও ইসলামিক স্টাডিজ বিভাগে স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। ২০১৬ সাল থেকে তিনি কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments