Thursday, May 8, 2025
spot_imgspot_img
Homeজাতীয়নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগকেও নিষিদ্ধের দাবি এনসিপির

নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগকেও নিষিদ্ধের দাবি এনসিপির

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা ৪৫ মিনিটে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদ তাঁর স্ট্যাটাসে লেখেন, “যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং এটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।” তিনি আরও জানান, “আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো ‘গণহত্যাকারী সংগঠন’ হিসেবে চিহ্নিত এবং তাদের রাজনৈতিকভাবে নির্মূল করাই আসন্ন জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য।”

এদিকে, সরকারের এ সিদ্ধান্ত মানতে নারাজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এক পাল্টা স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, “যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করা একটা ভণ্ডামি। প্রকৃত সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হচ্ছে আওয়ামী লীগ—তাকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”

হাসনাত আরও বলেন, “আওয়ামী লীগকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে বিচার করার জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments