পাকিস্তান শুরু করেছে পাল্টা হামলা। বৃহস্পতিবার রাতভর একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ভারতের বিভিন্ন এলাকা। আখনুর, সাম্বা সহ সীমান্তবর্তী এলাকাগুলোতে বাজতে থাকে সাইরেন। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বেশ কয়েকটি রকেট ভারতীয় ভূখণ্ডে আঘাত হানার চেষ্টা করে। এসময় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সক্রিয় করা হয় পাকিস্তানি হামলা প্রতিরোধে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, বৃহস্পতিবার রাতে পাকিস্তান থেকে ছোড়া মোট ৮টি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে ভারত। এই রকেটগুলো মূলত লক্ষ্য করেছিল জম্মু-কাশ্মীরের বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা এবং আশপাশের অঞ্চলগুলোকে।
খবরে আরও বলা হয়, রাশিয়ান প্রযুক্তির অত্যাধুনিক এস-৪০০ সিস্টেম ব্যবহার করে এই হামলা প্রতিহত করা হয়েছে। একই সঙ্গে জম্মু বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকা থেকে দুইটি পাকিস্তানি ড্রোন ভূপাতিত করা হয়। পরিস্থিতি মোকাবিলায় জম্মু শহরের মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে।
জম্মু বিমানবন্দর এবং পাঠানকোটে বিমানঘাঁটিতে সতর্কতা হিসেবে সাইরেন বাজানো হচ্ছে। এর প্রতিধ্বনি পৌঁছেছে বারামুলা ও কুপওয়ারার মতো এলাকাতেও। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এছাড়াও সীমান্ত ঘেঁষা পাঞ্জাবের বেশ কিছু অংশে নিরাপত্তার স্বার্থে আলো নিভিয়ে ‘ব্ল্যাকআউট’ ঘোষণা করেছে ভারত। হোশিয়ারপুর জেলার ডেপুটি কমিশনার আশিকা জৈন জানিয়েছেন, ভারতীয় বিমানবাহিনীর নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।