Thursday, May 8, 2025
spot_imgspot_img
Homeজাতীয়অভ্যুত্থানের পর ৯ মাসেই দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অভ্যুত্থানের পর ৯ মাসেই দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আওয়ামী লীগ সরকারের ছাত্র-জনতার আন্দোলনে পতনের নয় মাস পর দেশ ত্যাগ করলেন ওই সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

বৃহস্পতিবার (৮ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র তার দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। যাত্রাকালে তার সঙ্গে কোনো ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন না বলেও জানা গেছে।

সূত্র আরও জানায়, রাত আনুমানিক ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছান আবদুল হামিদ। এরপর ইমিগ্রেশনের সব প্রক্রিয়া সম্পন্ন করে দেশ ত্যাগের অনুমতি পান তিনি।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে একটি হত্যা মামলাও দায়ের হয়েছে। মামলাটি চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা হয়। মামলার বিবরণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামও উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, আবদুল হামিদ ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, যা আওয়ামী লীগ সরকারের সময়কালে সম্পন্ন হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments