Tuesday, July 8, 2025
spot_imgspot_img
Homeরাজনীতি“সংস্কার বিলম্বকারীরাই নির্বাচন পেছাতে চায়” হাসনাত আবদুল্লাহ

“সংস্কার বিলম্বকারীরাই নির্বাচন পেছাতে চায়” হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচন নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন, “যারা সংস্কার প্রক্রিয়া পিছিয়ে দিচ্ছে, মূলত তারাই নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টায় আছে।”

সোমবার (৭ জুলাই) রাতে পাবনার শহীদ চত্বরে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমরা নাকি নির্বাচন পেছাতে চাই। কিন্তু বাস্তবতা হলো, আপনারা যারা সংস্কারের কথা এড়িয়ে চলছেন, তারাই প্রকৃতপক্ষে গণতন্ত্রের পথ রুদ্ধ করছেন। সংস্কার ছাড়া নির্বাচনের দাবি তুলে আপনারাই আসলে নির্বাচন ও গণতন্ত্রবিরোধী অবস্থানে দাঁড়িয়েছেন।”

ভারতকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “ভারতের ষড়যন্ত্রের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। একটি দল অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলছে, অথচ তারাই এখন নতুন করে মুজিববাদের ঠিকাদারি নিচ্ছে।”

হাসনাত জানান, আগামী ৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে ঢাকায় শহীদ মিনারে ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি পালন করা হবে।

পথসভায় আরও বক্তব্য দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনার আহ্বায়ক বরকতউল্লাহ ফাহাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments