Wednesday, July 9, 2025
spot_imgspot_img
Homeঅন্যান্যআদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন সাবেক প্রতিমন্ত্রী পলক

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন সাবেক প্রতিমন্ত্রী পলক


সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কেঁদে ফেলেন।

ওইদিন সকালে কারাগার থেকে তাকে আদালতে আনা হয়। সকাল সাড়ে ১০টার দিকে তাকে আদালতে তোলা হয়। এ সময় তার মাথায় হেলমেট, পরনে বুলেটপ্রুফ জ্যাকেট এবং হাতে ছিল হাতকড়া। পরে তাকে কাঠগড়ায় নেওয়া হয়।

কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি আদালতের বারান্দার দিকে তাকিয়ে স্বজনদের উদ্দেশে ইশারায় বিভিন্ন ইঙ্গিত করেন। একপর্যায়ে তাদের দিকে তাকিয়ে আবেগ সংবরণ করতে না পেরে অঝোরে কান্নায় ভেঙে পড়েন। তার কান্না দেখে বারান্দায় উপস্থিত স্বজনরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া যাত্রাবাড়ী থানার দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। শুনানি শেষে তাকে আবার পুলিশ পাহারায় হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments