Wednesday, July 9, 2025
spot_imgspot_img
Homeবিশেষ সংবাদডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৪০৬ জন

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৪০৬ জন


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪০৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশালে—৯৮ জন। ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৮৯ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৬৪ জন, চট্টগ্রামে ৭৮ জন, খুলনায় ৩৫ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে ৫ জন, ময়মনসিংহে ৪ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ২৪ জন নারী। এ সময়ে মোট ১৩ হাজার ৫৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments