জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, যেমন শেখ হাসিনা দেশে শাসন করছেন, ঠিক তেমনি কেউ যদি অন্য কেউ শাসন শুরু করেন, তাহলে ২৪’র ভাষা আন্দোলনে ও মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা আমাদের অনেক শহীদের আত্মত্যাগ বৃথা হবে না। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হলে যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত তাদের অবশ্যই বিচার করতে হবে।
এ কথা তিনি বুধবার (৯ জুলাই) দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর শহরের আলতাইবা মোড়ে অনুষ্ঠিত পথসভায় বলেন।
আখতার হোসেন আরও বলেন, বিবিসি বাংলার রিপোর্ট অনুযায়ী, শেখ হাসিনা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন। যে ব্যক্তি দেশের মানুষের ওপর হত্যার নির্দেশ দিয়েছে, তার বিষয়ে ভারত সরকারেরও ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে। মোদি সরকারকে মানবতাবিরোধী অপরাধীদের আশ্রয় দেওয়ার দায় নিতে হবে। এজন্য আমরা মোদি সরকারের কাছে আহ্বান জানাবো, যেন তারা যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে হস্তান্তর করে।
তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের সংবিধান মানুষের মৌলিক অধিকারগুলোর কথা প্রতিফলিত করছে না। খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসাসহ মানুষের মৌলিক অধিকারের বিষয়গুলো সংবিধানে নেই। পাঁচ দশক পেরিয়ে গেলেও আমরা এমন একটি সংবিধান চাই যা জনগণের জীবন ও অধিকার সুরক্ষিত করবে।
আখতার হোসেন এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা ও রাজনৈতিক দর্শন তুলে ধরে বলেন, জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশে নতুন রাজনীতির সূচনা করতে আগ্রহী। আমরা চাই বৈষম্যমুক্ত, মানবিক ও ন্যায়নিষ্ঠ আধুনিক রাষ্ট্র যেখানে প্রতিটি মানুষের মর্যাদা ও অধিকার সুনিশ্চিত থাকবে। হাজারো মানুষ আমাদের পদযাত্রায় অংশগ্রহণ করে ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছে, আমরা সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই এবং নতুন বাংলাদেশ গঠনের কাজে নিজেদের উৎসর্গ করব।
তিনি আরও বলেন, গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীন মতপ্রকাশ ও আইনের শাসনের জন্য অনেক ভাই শহীদ হয়েছেন। তাদের রক্তের ঋণ শোধ করতে হলে শুধুমাত্র সরকারের পরিবর্তন নয়, পুরো রাষ্ট্রব্যবস্থার মৌলিক সংস্কার জরুরি।