ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় টানা বৃষ্টিপাত ও ভারতের উজানের পানির চাপের কারণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ২০টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন, ভাঙনের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অধিকাংশ এলাকায় প্রশাসনের কোনো সহায়তা এখনো পৌঁছেনি। অনেক পরিবার খাদ্য, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় দুর্বিষহ সময় পার করছেন।
মুন্সিরহাট গাইনবাড়ির আছমা আক্তার বলেন, রাত থেকে পানি ঢুকছে, জিনিসপত্র উঁচুতে তুলেছি, কিন্তু এখনো কেউ আসেননি। উত্তর শ্রীপুরের জাহানারা বেগম জানান, স্থানীয়দের নিয়ে বাঁধ রক্ষার চেষ্টা ব্যর্থ হয়েছে, পাশের বাড়িতে আশ্রয় নিলেও খাবার ও পানির চরম সংকট দেখা দিয়েছে।
ফুলগাজীর ইউএনও জানান, কিছু এলাকায় শুকনো খাবার, স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাঠানো হয়েছে। যারা আশ্রয়কেন্দ্রে আছেন, তাদের জন্য খাবারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা আগের দিনের তুলনায় কিছুটা কম। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামীকালও অব্যাহত থাকতে পারে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, নদীর পানি এখনও বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে, যার ফলে নতুন এলাকাও প্লাবিত হচ্ছে।
জেলা প্রশাসক জানিয়েছেন, দুই উপজেলায় ৮০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে এবং রান্না করা খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।