চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর সীমান্তে সাত দিন পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক ইব্রাহিম বাবুর মরদেহ ফেরত দিয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তের শূন্যরেখায় মরদেহটি বাংলাদেশে হস্তান্তর করা হয়।
বৈঠকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধীনস্থ দর্শনা কোম্পানি কমান্ডার ও ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ড্যান্ট উপস্থিত ছিলেন। পরে ভারতের কৃষ্ণনগর থানা পুলিশের মাধ্যমে মরদেহ দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার শুরু গত ২ জুলাই, যখন দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙা সীমান্তে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে ইব্রাহিম অনিচ্ছাকৃতভাবে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে চলে যান। এ সময় বিএসএফের টহলদল তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিএসএফ মরদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে ফেরত দেয়।
নিহত ইব্রাহিম বাবু ঝাঁঝাডাঙা গ্রামের মো. নুর ইসলামের ছেলে। পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দর্শনা থানা পুলিশের ওসি মুহম্মদ শহীদ তিতুমীর জানান, রাতেই নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।