ভারতের রাজস্থানে একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৯ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দুর্ঘটনার পরপরই জানা গেছে, বিমানটির পাইলট ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সংবাদ সংস্থা এএনআই প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বিমানটি রাজস্থানের রতনগড় জেলার ভানুদা গ্রামের কাছে বিধ্বস্ত হয়। এখনো এর ধ্বংসাবশেষে আগুন জ্বলছে।
তবে বিমানটি অপারেশনে ছিল, না কি প্রশিক্ষণ চলছিল—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
উল্লেখ্য, রাজস্থানে ভারতীয় বিমান বাহিনীর একাধিক ঘাঁটি রয়েছে, যার মধ্যে যোধপুর ও বিকানের অন্যতম। এর আগে গত এপ্রিল মাসেও গুজরাটের জামনগরের কাছে বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনায় পড়ে।
বিধ্বস্তের কারণ এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে বিমান বাহিনী।