Wednesday, July 9, 2025
spot_imgspot_img
Homeঅন্যান্য“স্কুল ফেলে আমাদের দেখতে আসা উচিত হয়নি”—শিক্ষার্থীদের বললেন সারজিস

“স্কুল ফেলে আমাদের দেখতে আসা উচিত হয়নি”—শিক্ষার্থীদের বললেন সারজিস


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে এসেছিলেন কেন্দ্রীয় নেতারা। বুধবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার হাটবোয়ালিয়া বাজারে কেন্দ্রীয় নেতাদের অভ্যর্থনা জানাতে বিদ্যালয়ের ইউনিফর্ম পরা বহু শিক্ষার্থী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ছিল।

কয়েকজন শিক্ষার্থী এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঙ্গে করমর্দনের জন্য এগিয়ে এলে তিনি তাদের শুভেচ্ছা জানান এবং হাত মেলান।

তবে এ সময় সারজিস আলম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,
“তোমাদের ভালোবাসা দেখে আমি আবেগাপ্লুত। আমরা যেন এই ভালোবাসার যোগ্য প্রতিদান দিতে পারি। তবে মনে রাখবে, এই মুহূর্তে তোমাদের স্কুলে থাকার কথা ছিল। ক্লাস ফেলে আমাদের দেখতে আসা মোটেই সঠিক হয়নি। শিক্ষার প্রতি যত্নশীল হও, সেটাই তোমাদের প্রথম দায়িত্ব।”

এই মন্তব্যে উপস্থিত অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সচেতনতাবোধ তৈরি হয়।

এদিন ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে হাটবোয়ালিয়ায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা।
কর্মসূচিতে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ, ডা. তাসনিম জারা, এবং জেলা-উপজেলা পর্যায়ের নেতারা।

পদযাত্রা শেষে তারা আলমডাঙ্গার আলতাইবা মোড়, চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর, দর্শনা ও জীবননগরে পথসভা করবেন বলে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments