টানা বৃষ্টি ও ভারতীয় উজানের ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর অন্তত ১৫টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পড়েছে। এতে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় অন্তত ৩২টি গ্রাম প্লাবিত হয়েছে। হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। নিম্নাঞ্চলের সড়ক, ঘরবাড়ি, মাছের ঘের, কৃষিজমি ও পুকুর তলিয়ে গেছে।জেলা আবহাওয়া অফিস জানায়, গত ৪৮ ঘণ্টায় (৭ জুলাই সকাল ৯টা থেকে ৯ জুলাই সকাল ৯টা পর্যন্ত) ফেনীতে ৫৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, ৮ জুলাই মুহুরী নদীর পরশুরাম গেজ স্টেশনে পানির স্তর বিপদসীমা (১২.৫৫ মিটার) অতিক্রম করে ১৩.৮৫ মিটার পর্যন্ত পৌঁছায়।দীর্ঘ সময় ধরে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় পরশুরামের জিরো পয়েন্ট সংযোগস্থল দিয়ে পানি লোকালয়ে ঢুকে পড়ে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর উভয় তীরজুড়ে মোট ১৫টি ভাঙন দেখা দেয়। এদের মধ্যে পরশুরামে জঙ্গলগোনা, উত্তর শালধর, নোয়াপুর, পশ্চিম অলকা, ডি এম সাহেবনগর, গদানগর, বেড়াবাড়ীয়া, সাতকুচিয়া ও টেটেশ্বর এলাকায় এবং ফুলগাজীতে দেড়পাড়া, শ্রীপুর, দৌলতপুর ও কমুয়ায় ভাঙন হয়েছে।সোনাগাজী, দাগনভূঞা ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট ও বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে। পল্লী বিদ্যুৎ ও বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অনেক স্থানে বৈদ্যুতিক পিলার ও মিটার পানিতে ডুবে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি থাকায় বিদ্যুৎ