Thursday, July 10, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, মাঝপথেই ভূপাতিত

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, মাঝপথেই ভূপাতিত


ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। চলতি সপ্তাহে লোহিত সাগরে দুটি বড় ট্যাংকার জাহাজে হামলার পর বিমানবন্দরে এ হামলা চালায় তারা।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে বৃহস্পতিবার (১০ জুলাই) জানান, তারা একটি ‘গুণগত সামরিক অভিযান’ পরিচালনা করেছেন। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভেদ করার আগেই ভূপাতিত করা হয়।

এদিকে, সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানায়, হুতিরা ইটার্নিটি-সি নামের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে ছয়জন ক্রুকে জিম্মি করেছে। ওই হামলায় চারজন নাবিক নিহত হন এবং জাহাজটি মঙ্গলবার ডুবে যায়। ২৫ জন ক্রু সদস্যের মধ্যে ১১ জন এখনো নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ছয়জনকে হুতিরা আটক করেছে বলে জানা গেছে। হুতি মুখপাত্র জানান, কিছু ক্রুকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিরাপদ স্থানে রাখা হয়েছে।

এর আগে, হুতিরা ম্যাজিক সিস নামের আরেকটি জাহাজ ডুবিয়ে দেয়। কয়েকদিনের ব্যবধানে দুটি জাহাজে হামলার বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ তৈরি করেছে। হুতিদের দাবি, এসব জাহাজ ইসরায়েলের সঙ্গে বাণিজ্য করছিল।

উল্লেখ্য, হুতি গোষ্ঠী ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে। তাদের দাবি, ইসরায়েলের গাজায় অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত এসব হামলা চলবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments