দীর্ঘদিনের বেতন বৈষম্য ও পদোন্নতির দাবিতে আবারও আন্দোলনে নামছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণসহ চারটি প্রধান দাবিতে আগামী ১৮ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।অন্যদিকে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) ঘোষণা দিয়েছে, দাবি আদায় না হলে ২৮ সেপ্টেম্বর থেকে আমরণ অনশনে যাবেন তারা। এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষক সমাজ তাদের দাবির পক্ষে দৃঢ় অবস্থান জানান দিতে প্রস্তুত।চলমান দাবিগুলো কী?
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও অন্যান্য সংগঠন মিলিয়ে শিক্ষকদের মূল দাবিগুলো হলো:প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীতকরণ ও জিও জারিসহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়নসিনিয়র শিক্ষকদের শতভাগ পদোন্নতি
১০ বছর ও ১৬ বছর পূর্তিতে শর্তহীনভাবে উচ্চতর গ্রেড
সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির বিধাননবম জাতীয় বেতনস্কেল ঘোষণাশিক্ষক নেতারা বলছেন, আদালতের নির্দেশে মাত্র ৪৫ জন প্রধান শিক্ষক দশম গ্রেড পেলেও দেশের ৬৫ হাজার ৫২৪ জন প্রধান শিক্ষক এখনো বঞ্চিত। একইসঙ্গে সহকারী শিক্ষকরা তাদের ন্যায্য দাবির বাস্তবায়ন না হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ।আন্দোলনের রূপরেখাবাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) তাদের কর্মসূচির অংশ হিসেবে—
১৩ জুলাই জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান
১৪ জুলাই পদোন্নতি মামলার দ্রুত নিষ্পত্তির দাবি
১৪ আগস্ট বিভাগীয় কমিশনারদের মাধ্যমে স্মারকলিপি
১৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ
২৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন
চট্টগ্রামে ১২ জুলাই, সিলেটে ১৯ জুলাই, খুলনায় ২৬ জুলাই, রাজশাহী ও রংপুরে ২ আগস্ট এবং বরিশালে ৯ আগস্ট এ সম্মেলনগুলো