Thursday, July 10, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরচার বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

চার বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

দেশের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। এর ফলে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জানানো হয়। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উল্লিখিত বিভাগগুলোর বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি বৃষ্টি এবং কোথাও কোথাও তা ১৮৮ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

এছাড়া, দিনটি জুড়ে দেশের বেশ কিছু অঞ্চলে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এসব পরিস্থিতিকে সামনে রেখে আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট ১৫টি জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।

বিশেষজ্ঞদের মতে, মৌসুমি বায়ুর এমন সক্রিয়তা বর্ষাকালে স্বাভাবিক হলেও পাহাড়ি এলাকাগুলোতে অতিবৃষ্টির ফলে ভূমিধস ও বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী মানুষদের সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনীয় নির্দেশনা ও হালনাগাদ বার্তা পরবর্তী সময়ে জানানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments