Thursday, July 10, 2025
spot_imgspot_img
Homeজাতীয়নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নিয়ম বাতিল, প্রটোকল নিয়মে আসছে পরিবর্তন

নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নিয়ম বাতিল, প্রটোকল নিয়মে আসছে পরিবর্তন


নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের বিতর্কিত ও অস্বাভাবিক নিয়ম অবশেষে বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। শেখ হাসিনার দীর্ঘ সময়ের শাসনকালে চালু হওয়া এই বিধানে তাকে এবং অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধন করার বাধ্যবাধকতা ছিল। বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিধান বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

একইসঙ্গে, মন্ত্রিসভার আমলে জারি হওয়া অন্যান্য প্রটোকল নির্দেশনা ও সম্ভাষণবিধি পর্যালোচনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বিদ্যুৎ, সড়ক ও রেলপথ এবং পরিবেশ ও পানি সম্পদ সংক্রান্ত দায়িত্বও পালন করছেন।

আগামী এক মাসের মধ্যে তিনি সংশ্লিষ্ট সব প্রটোকল নিয়ম ও সম্ভাষণবিধি খতিয়ে দেখে সংশোধনের প্রস্তাব দেবেন।

পরিষদের সদস্যরা বলেন, সরকারিভাবে মর্যাদার ভিত্তিতে নারী-পুরুষ নির্বিশেষে সঠিক ও সম্মানজনক সম্বোধন চালু করতে হবে। ‘স্যার’ সম্বোধনের মতো বিভ্রান্তিকর ও অনুপযুক্ত প্রথা আর বহাল থাকবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments