বাংলাদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও সহযোগিতা কামনা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১০ জুলাই) সচিবালয়ে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাতে আসা যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলদিনের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে দু’দেশের মধ্যে সন্ত্রাস দমন, অনলাইনে তরুণীদের যৌন হয়রানি প্রতিরোধ, প্রসিকিউশন ব্যবস্থা উন্নয়নসহ বিভিন্ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা হয়।
উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ ও সরঞ্জামের সহায়তায় সিটিটিসি ইউনিটকে দক্ষ করে গড়ে তোলা সম্ভব হয়েছে। তিনি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
উত্তরে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, প্রতিটি দেশই জঙ্গিবাদের ঝুঁকিতে থাকে। বিগত সরকারের আমলে অনেক রাজনৈতিক ঘটনা জঙ্গিবাদের মোড়কে উপস্থাপিত হলেও বাংলাদেশকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে।
জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে দেশে জঙ্গি তৎপরতা নেই। তবে নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর কিছু মিছিল-মিটিংয়ের চেষ্টা কঠোরভাবে দমন করা হচ্ছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের অপরাধ রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
তিনি জানান, ঢাকার বারিধারায় কূটনৈতিক এলাকার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তা জোরদারে বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে মেগান বোলদিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় ও তথ্য বিনিময় অপরিহার্য। এনএসআই, এসবি, সিটিটিসি ও এটিইউ’র মধ্যে আরও সংযুক্তি ও সহযোগিতা হলে দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় হবে।