Thursday, July 10, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিনির্বাচনী প্রস্তুতির নির্দেশনায় ড. ইউনূসকে বিএনপির ধন্যবাদনিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১০...

নির্বাচনী প্রস্তুতির নির্দেশনায় ড. ইউনূসকে বিএনপির ধন্যবাদনিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১০ জুলাই ২০২৫

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ডিইউজে ও বিএফইউজে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “দেশের জনগণ তাদের ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। তাই আমরা আশাবাদী, এবার একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে, যেখানে জনগণ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”

তিনি জানান, বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে খাটো করে দেখে না। বরং এই ঐতিহাসিক ঘটনার গুরুত্ব অনুধাবন করে বিএনপি ‘জুলাই সনদের’ সুপারিশপত্র ইতোমধ্যে সরকারের কাছে জমা দিয়েছে। ফখরুল বলেন, “বিএনপি সংস্কারকে স্বাগত জানায়। কিন্তু কেউ যদি বলেন আমরা সংস্কারের বাধা দিচ্ছি, তাহলে তা হবে সম্পূর্ণ ভুল ব্যাখ্যা।”

তিনি আরও বলেন, “গত ১৭ বছরে ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে, ২০ হাজার নেতাকর্মী নিহত হয়েছেন—এই বাস্তবতা উপেক্ষা করে কেউ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না।”

সীমান্ত পরিস্থিতি নিয়ে ফখরুল বলেন, “সীমান্তে নিয়মিতভাবে পুশইন ও হত্যাকাণ্ড ঘটছে। এসব হালকাভাবে নিলে চলবে না। ভারতের সঙ্গে সরকারকে শক্ত অবস্থানে দরকষাকষি করতে হবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments