খেলা ডেস্ক | ১০ জুলাই ২০২৫
মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত ছন্দে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। টানা চার ম্যাচে জোড়া গোল করে নতুন ইতিহাস গড়েছেন তিনি। সর্বশেষ ম্যাচে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ২-১ গোলে জয় পায় তাঁর দল ইন্টার মায়ামি। ম্যাচের দুটি গোলই এসেছে মেসির পা থেকে।
এমএলএস ইতিহাসে টানা চার ম্যাচে একাধিক গোল করা প্রথম খেলোয়াড় এখন মেসি। এই ধারা শুরু হয় গত মে মাসে মন্ট্রিয়লের বিপক্ষে। এরপর কলম্বাস, আবার মন্ট্রিয়ল ও সর্বশেষ নিউ ইংল্যান্ড—সব ক’টিতেই জোড়া গোল করেন মেসি। এই জয়সহ টানা পাঁচ ম্যাচে অপরাজিত ইন্টার মায়ামি; যার মধ্যে চারটিতে জয়, একটিতে ড্র।
জিলেট স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটে বাঁ পায়ের শটে প্রথম গোলটি করেন মেসি। ৩৮ মিনিটে সের্হিও বুসকেটসের পাস ধরে দারুণভাবে দ্বিতীয় গোলটি করেন তিনি। এ নিয়ে চলতি মৌসুমে ১৫ ম্যাচে মেসির গোল সংখ্যা দাঁড়াল ১৪টি। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা মেসি পিছিয়ে আছেন শীর্ষ গোলদাতা স্যাম সারিজের চেয়ে মাত্র দুই গোল, যদিও সারিজ খেলেছেন ছয়টি ম্যাচ বেশি।
ম্যাচ শেষে কোচ হাভিয়ের মাচেরানো বলেন, “মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। এই বয়সেও যা করে দেখাচ্ছে, সেটা অভাবনীয়। আমরা সৌভাগ্যবান যে সে আমাদের দলে আছে।