নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১০ জুলাই ২০২৫
বাংলাদেশের স্টার্টআপ খাতের অর্থায়ন সহজ করতে বাংলাদেশ ব্যাংক নতুন নীতিমালা জারি করেছে। এ নীতিমালার আওতায় এখন থেকে উদ্যোক্তারা সর্বোচ্চ ৮ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন মাত্র ৪ শতাংশ সুদে। এর আগে এই সীমা ছিল ১ কোটি টাকা।
২০২১ সালে গঠিত ১২০০ কোটি টাকার দুটি তহবিল—বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন এবং তফসিলি ব্যাংকের মুনাফা থেকে গঠিত স্টার্টআপ তহবিল—থেকে এই অর্থ বিতরণ করা হবে। নতুন নীতিমালায় ২১ বছরের বেশি বয়সী উদ্যোক্তাদের আবেদন করতে দেওয়া হবে এবং ঋণমান (ক্রেডিট রেটিং) বাধ্যতামূলক নয়।
উদ্যোক্তা খেলাপি হলে, বা পুরোনো ব্যবসা পুনর্গঠন করে নতুন উদ্যোগ গড়ে তুললে, সেই প্রতিষ্ঠান স্টার্টআপ হিসেবে বিবেচিত হবে না। স্টার্টআপ বয়স অনুযায়ী ২ থেকে ৮ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবে। মূলধন বিনিয়োগও রাখা হয়েছে নীতিমালায়।
উদ্যোক্তারা বলছেন, আগে অর্থায়নের যথাযথ কাঠামো না থাকায় তহবিল থাকা সত্ত্বেও প্রয়োজনীয় অর্থ পাওয়া যেত না। নতুন নীতিমালা স্টার্টআপ খাতের জন্য বড় আশাবাদ।