Thursday, July 10, 2025
spot_imgspot_img
Homeঅন্যান্যগাজায় অস্ত্র জমা দিলে যুদ্ধবিরতির প্রস্তাব, হামাস সাড়া না দিলে চলবে অভিযান

গাজায় অস্ত্র জমা দিলে যুদ্ধবিরতির প্রস্তাব, হামাস সাড়া না দিলে চলবে অভিযান

আন্তর্জাতিক ডেস্ক | ১০ জুলাই ২০২৫

হামাস যদি অস্ত্র জমা দেয়, তাহলে গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিতে পারে ইসরায়েল—এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে হামাস সাড়া না দিলে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে চলমান অভিযানে ইসরায়েলি বাহিনীর এক সদস্য নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামাস যোদ্ধারা তাকে অপহরণের চেষ্টা করেছিল। অন্যদিকে, পশ্চিম তীরে এক ইসরায়েলি সেনা ছুরিকাঘাতে আহত হন।

গাজায় চলমান সংকটের মধ্যে কেরেম শালোম সীমান্ত ক্রসিং দিয়ে ১ লাখ ৫২ হাজার লিটার জ্বালানি সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। মানবিক সহায়তা অব্যাহত রাখার অংশ হিসেবে এই সরবরাহ নিশ্চিত করা হয়।

এদিকে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন, হামাসের সঙ্গে যেকোনো যুদ্ধবিরতি আলোচনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বাদ রাখা যাবে না। এই অবস্থানকে সমর্থন জানিয়েছে সৌদি আরবও।

গাজায় টানা সংঘাতে মৃত্যু ও ধ্বংস বেড়েই চলেছে। রাজনৈতিক সমঝোতার পথ তৈরি না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments